রংপুরে দেশীয় সিগারেটের ৫লক্ষ শ্রমিকদের বাঁচাতে মানববন্ধন 

রংপুর প্রতিনিধি: বাজেটে বিদেশী কোম্পানীর সিগেরেটের মূল্য না বাড়িয়ে দেশীয় মালিকানাধীন সিগারেটের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দেশীয় কোম্পানীর ৫ লাখ শ্রমিক-কর্মচারী বাঁচানোর দাবিতে আজ মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীতে মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ বিড়ি সিগারেট শ্রমিক ঐক্য পরিষদের নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে চাইলে তাতে বাঁধা দেয় পুলিশ।
পরে তারা সিংগারের গলিতে মানববন্ধন করে।
এসময় বক্তব্য রাখেন পরিষেদর সমন্বয়ক আতিকুর রহমান, যুগ্ম সমন্বয়ক আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশীয় মালিকানাধীন সিগারেটের দাম বাড়ানো হলেও বাইরে কোম্পানীগুলোর সিগারেটের দাম বাড়ানো হয় নি। এতে দেশীয় প্রায় ৩০ টি সিগারেট কোম্পানীতে প্রায় ৫ লাখ শ্রমিক-কর্মচারী কাজ করেন। কিন্তু  এই বাজেটে দেশীয় সিগারেটে দাম বাড়ানোর কারণে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। মালিকরা কোম্পানিগুলো ধরে রাখতে পারবেন না।
কারখানা বন্ধ হয়ে গেলে এই শিল্পের সাথে জড়িত লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। পরিবার পরিজন নিয়ে তারা না খেয়ে মারা  যাবে। বক্তারা দেশীয় কারখানা বাঁচানো এবং শ্রমিকদের পরিবার বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.