র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক পিস্তল-ওয়ান শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন টহল দল জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নন্দীপুর ইউনিয়নের নওদামিশন গ্রাম এলাকায় একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।
তাৎক্ষনিক র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের টহল দল বুধবার দিনগত রাতে ঘঁটনাস্থলে অভিযান চালিয়ে ১ টি লোহার তৈরী পিস্তল (আগ্নেয়াস্ত্র) যাহার দৈর্ঘ্য বাট, বডি, ব্যারেলসহ ২০.৫ সেন্টিমিটার, পিস্তলের বাটের দুই পার্শ্বে বিশেষ গ্রীপার সংযুক্ত এবং যাহাতে হ্যামার, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত, ১ টি লোহার তৈরি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ,২টি এক নলা বিশিষ্ট দেশীয় ওয়ান শুটার গান, ১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল,বাংলা দেশী পাঁচশত টাকার ১০টি জাল নোট ,১টি পুরাতন okapia J2 মডেলের বাটন মোবাইল ফোনসহ রাজশাহীর পবা থানার মোঃ তোফাজ্জল ইসলামের ছেলে মোঃ জাকারিয়া ইসলাম (২১) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যাক্তি জানায় অস্ত্র,মাদক ও জালনোট সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে র‌্যাব-৫ রাজশাহীর সুত্র থেকে জানা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.