রাসিকের ১৯নং ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নারী নেত্রী রেনী


প্রেস বিজ্ঞপ্তি: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকেলে ১৯নং ওয়ার্ডের ২নং গলিতে ফিতা কেটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী নেত্রী রেনী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়ন কর্মকা- তৃণমূল পর্যায়ে পৌছে যাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পাকা সড়ক, স্যানিটারি ল্যাট্রিন তৈরি করে দেওয়াসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এর সুফল পাচ্ছে বর্তমানে সাধারণ মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। এ সময় উপস্থিত ছিলেন ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত জোন কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সদস্য সচিব নূর ইসলাম তুষার, টাউন ম্যানেজার আব্দুল কাইয়ুম মন্ডল, সিসিডিও আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.