আজই ৩৬তম লা লিগা শিরোপা নিশ্চিত হতে পারে রিয়াল মাদ্রিদের

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ এখন রয়েছে উড়ন্ত ফর্মে। লা লিগায় সবশেষ এল ক্লাসিকোয় ৩-২ গোলে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে গ্যালাক্টিকোসরা। আজ রাতে কাদিজের বিপক্ষে মাঠে নামা সেই সম্ভাবনাকে বান্তবে রূপ দেওয়ার জন্য। কাদিজের বিপক্ষে ম্যাচে রিয়াল জিতলে এবং জিরোনার বিপক্ষে বার্সেলোনা পয়েন্ট খোঁয়ালে ৩৬তম লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের।
চলতি মৌসুমে লা লিগায় টানা ছয় ম্যাচ ধরে অপরাজিত রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত খেলা ৩৩ ম্যাচের মধ্যে ২৬টিতে জয়ের দেখা পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। মাত্র এক ম্যাচে হার আর ছয় ড্র আছে দলটির। দারুণ পারফরম্যান্সে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান লস ব্ল্যাঙ্কোসদের। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৩। জিরোনা ৭১ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ শক্তির বিচারে অনেকটা পিছিয়ে থাকা কাদিজ। অপেক্ষাকৃত কম শক্তিশালী কাজিদের বিপক্ষে জয় তুলে নিতে পারলেই শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে যাবে আনচেলত্তির দল।
এমন ম্যাচের আগে সুখবর আনচেলত্তির তাবুতে। কোনো ইনজুরি নেই। এমনকি ইনজুরি কাটিয়ে ফিরেছেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়া। এ ম্যাচে অভিজ্ঞ মদ্রিচ, কামাভিঙ্গা, কারভাহালদের নিয়ে সম্ভাব্য ৪-১-২-১-২ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছেন কার্লো। সঙ্গে আছে বিগত পরিসংখ্যানের সুখস্মৃতিও।
পয়েন্ট টেবিলে ঢের পিছিয়ে থাকা কাদিজের বিপক্ষে ৮ দেখায় পাঁচ জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল। বিপরীতে কাদিজের ঝুলিতে আছে একটি মাত্র জয়। আর তাই আত্মবিশ্বাসে টইটুম্বুর মাদ্রিদিস্তারা। টেবিলের তলানিতে থাকা কাদিজের লক্ষ্য কিছুটা উন্নতি করা। যদিও রিয়ালকে হারানোর সর্বোচ্চ চেষ্টাটাই করবে প্রতিপক্ষ দলটা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.