ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ‘দর্পণ টিভি’তে কবিতা আবৃত্তি ও বিশেষ আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের একমাত্র অনলাইন টেলিভিশন ‘দর্পণ টিভি’। ঐতিহাসিক ৭ই মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘দর্পণ টিভি’ স্টুডিওতে কবিতা আবৃত্তি অনুষ্ঠান “কতিবায় অগ্নিঝরা মার্চ” ও ‘৭ই মার্চ’ এবং ঐতিহাসিক ‘৭ই মার্চ’ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শনিবার বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২ পর্যন্ত সরাসরি সম্প্রচার হয় “কতিবায় অগ্নিঝরা মার্চ” ও ‘৭ই মার্চ’ এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সরাসরি সম্প্রচার হয় ‘ঐতিহাসিক ৭ই মার্চ ও বঙ্গবন্ধু’ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান।

‘দর্পণ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জুর প্রযোজনায় ও ‘এরফান গ্রুপ’র সৌজন্যে সরাসরি সম্প্রচারিত এ বিশেষ অনুষ্ঠানে জেলার কবিগণ অংশ নেন।

সকালে “দর্পণ স্টুডিও” তে “কতিবায় অগ্নিঝরা মার্চ” ও ‘৭ই মার্চ’ এর কবি এনামুল হক তুফানের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন কবি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোস্তাক হোসেন, জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বালাই নাশক ডিলার কবি শ্রী প্রকাশ চন্দ্র দাস, অব. অধ্যক্ষ (কৃষ্ণ..) মো. সাইদুর রহমান, কবি মোহা. মোর্ত্তুজা হোসেন, কবি এনামুল হক তুফান ও কবি মফিজুর রহমান জামাল।

কবিতায় অংশ গ্রহণকারী কবিগণ ঐতিহাসিক ৭ই মার্চ ও বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন।

এদিকে, বিকেল “দর্পণ টিভি স্টুডিও” তে ‘ঐতিহাসিক ৭ই মার্চ ও বঙ্গবন্ধু’ নিয়ে বিশেষ আলোচনায় অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের *** এ্যাড. আবু নজর হোসেন খান ব্রিটিশ এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চাঁপাই দর্পণ উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. মিজানুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, চাঁপাই দর্পণ উপদেষ্টা পরিষদের সদস্য কবি এনামুল হক তুফান।
শেষে আলোচনায় অংশগ্রহণকারী অতিথিগন চাঁপাইনবাবগঞ্জে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজন করায় এবং ‘দর্পণ টিভি’ স্টুডিওতে আমন্ত্রণ জানানোয় ‘দর্পণ টিভি’ কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

অতিথিগণ আগামীতেও এধরণের আলোচনা আয়োজনের জন্য ‘দর্পণ টিভি’ কর্তৃপক্ষকে অনুরোধও জানান। আলোচকগণ চাঁপাইনবাবগঞ্জ জেলায় এধরণের একটি প্রতিষ্ঠান অনলাইন টেলিভিশন ‘দর্পণ টিভি’ (অনলাইন) প্রতিষ্ঠা ও দৃষ্টিনন্দন ‘স্টুডিও’ নির্মাণ করে জেলার সম্মান এগিয়ে নিতে অবদান রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, কয়েকমাস ধরেই চাঁপাইনবাবগঞ্জের একমাত্র অনলাইন টেলিভিশন ‘দর্পণ টিভি’ স্টুডিওতে বিশেষ দিবস ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ আলোচনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন ও সম্প্রচার করে আসছে ‘দর্পণ টিভি’ কর্তৃপক্ষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.