জিরোনা ক্ষতে প্রলেপ লাগাতে চান জাভি

বিটিসি স্পোর্টস ডেস্ক: এবারের বুন্দেসলিগায় যেমন চমক হয়ে এসেছিল বেয়ার লেভারকুসেন, লা লিগায় তেমনি জিরোনা। মৌসুমের শুরু থেকে একের পর এক সেরা নৈপুণ্য দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও দখলে রেখেছিল ক্লাবটি। আর তাদের সেরা সাফল্য ছিল বার্সেলোনাকে হারিয়ে দেওয়া। তাও আবার তাদেরই মাটিতে। আজ ফিরতি লেগে বার্সাকে আতিথ্য দেবে দলটি।
বার্সেলোনা কোচ জাভির মনে ক্ষত হয়ে থাকার কথা সেই হার। তার সামনেও সুযোগ, ক্ষতে প্রলেপ দেওয়ার। গত ডিসেম্বরে প্রথম দেখায় ঘরের মাঠে ৪-২ ব্যবধানে হেরেছিল কাতালানরা। জিরোনা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জাভি বলেছেন বদলা নেওয়ার কথা, ‘মিচেলের সঙ্গে কোনো লড়াই নেই। তবে মৌসুমের প্রথম ভাগের (হারের) প্রতিশোধ নেওয়ার একটি চ্যালেঞ্জ রয়েছে। তারা অনেক আক্রমণাত্মক ছিল, আমরা ভালোভাবে মানিয়ে নিতে পারিনি, বক্সে তাদের ঠিকভাবে রুখতে পারিনি। এটা কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ নয়, লড়াইটা দল হিসেবে।’
মাঝখানে খেই হারালেও সবশেষ দুটি লিগ ম্যাচ জিতে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে জিরোনা। আবার বার্সাকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে যাবে তারা। ম্যাচটি তাই বেশ গুরুত্বপূর্ণ দুই দলের জন্য।
জাভি বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। জিরোনার আত্মবিশ্বাস এখন চূড়ায়। তাদের অভিনন্দন জানাতেই হবে। মৌসুমটা দুর্দান্ত কাটছে তাদের, অসাধারণ পর্যায়ের, চ্যাম্পিয়নস লিগ মানের। আমরা বিশ্লেষণ করে দেখেছি, ঘরের মাঠে ওদেরকে আমরা ঠিকভাবে আটকাতে পারিনি।’
লা লিগায় জিরোনার এটি চতুর্থ মৌসুম। তিন বছর পর গত মৌসুমে স্পেনের শীর্ষ লিগে ফিরে দশম হয়েছিল তারা। সেটিই ছিল ক্লাবটির ইতিহাসে সেরা অর্জন। আর এ বছর সেসব ঝেড়ে-মুছে নতুন ইতিহাস রচনা করেছে জিরোনা। বড় অঘটন না ঘটলে এবার চ্যাম্পিয়নস লিগ খেলাও নিশ্চিত তাদের। তার আগে বার্সেলোনার মুখোমুখি হতে হবে আজ রাতে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.