রাশিয়া’র ‘ইস্কান্দার’ চায় বেলারুশ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার ইস্কান্দার মিসাইল সিস্টেম চায় বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো একথা বলেছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বেলারুশের কাছের মিত্র রাশিয়া। লুকাশেঙ্কো জানিয়েছেন, তার প্রয়োজন ইস্কান্দার মোবাইল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। এগুলোর রেঞ্জ ৫০০ কিলোমিটার।
এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। পশ্চিম ও দক্ষিণে মোতায়েন করার জন্য এই মিসাইল দরকার তার।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য পোল্যান্ড এবং লিথুয়ানিয়া বেলারুশের পশ্চিমে অবস্থিত। দেশটির দক্ষিণ সীমান্তে আছে ইউক্রেন।
তবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণের বিষয়ে মস্কোর সঙ্গে কোনো আলোচনা করেছেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি বেলারুশের প্রেসিডেন্ট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.