রামেবিতে ৭০ পদে জনবল নিয়োগের অনুমোদন, শিঘ্রই নিয়োগ

ছবি : সৈয়দ নাবিল

 

নিজস্ব প্রতিবেদক : দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৭০টি পদের বিপরীতে জনবল নিয়োগের অনুমোদ পাওয়া গেছে। শিঘ্রই এ সমস্ত পদে জনবল নিয়োগ শুরু হবে। রোববার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মাসুম হাবিব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ ৭০টি পদের বিপরীতে জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে। একইসঙ্গে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলছে। এর মধ্যেও বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু কাজ শুরু হয়েছে। আশা করছি, দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রমও শুরু হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য বলেন, অস্থায়ী কার্যালয়েই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ৫০টি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে এখানে শিক্ষার্থীদের নিবন্ধনও শুরু হয়েছে।

ডা. মাসুম হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হওয়ার পর তিনি নিয়োগপ্রাপ্ত হন। এরপর বাজেট ছাড়াই ৬ মাস কাজ করতে হয়েছে। তারপর কয়েকজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেতন-ভাতাসহ অন্যান্য খরচ বাবদ এক কোটি ৪০ লাখ টাকা পাওয়া গেছে। আরও প্রয়োজনীয় অর্থের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের নানা অগ্রগতি তুলে ধরেন উপাচার্য। বলেন, এরই মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গঠন হয়েছে। রাজশাহী সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অগ্রগতি নিয়ে তিনি সব সময় খোঁজ রাখছেন। অচিরেই সব কাজ শেষ হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পথচলার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সভায় উপাচার্যের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ দেওয়াতুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সারোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.