মহাদেবপুরে আবাসিক ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ঘরে ডেকে নিয়ে আবাসিক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করেন।
গ্রেপ্তার আলমগীর হোসেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের তিলন গ্রামের মৃত আবুল খয়েরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চান্দাশ ইউনিয়নের রামচরণপুর গ্রামের শিশুটির বাবা-মা কাজের সুবাদে ঢাকায় থাকতেন। এর সুবাদে উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে অবস্থিত রওজাতুল কুরআন মাদ্রাসায় থেকে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত।
অন্যদিনের মতো গত ২৫ এপ্রিল রাতের খাবার খেয়ে শিশুটি অন্য ছাত্রীদের সঙ্গে ঘুমিয়ে পড়ে। এদিন রাত ১১টার দিকে শিক্ষক আলমগীর হোসেন কৌশলে ওই শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
মহাদেবপুর থানার ওসি রুহুল আমিন বিটিসি নিউজকে বলেন, থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.