তরুণরাই দেশের বড় সম্পদ : পলক

ছবি : সৈয়দ নাবিল

নিজস্ব প্রতিবেদক : তরুণরাই দেশের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে পুরোপুরি ইন্টারনেটনির্ভর। আর এতে যুক্ত হবে তরুণরা। তাই তারাই দেশের সবচেয়ে বড় সম্পদ। রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের নবীনবরণ এবং এক্সিলেন্স ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রোববার বেলা ১১টার দিকে কলেজ মিলোনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পলক বলেন, তরুণ সমাজকে কাজে লাগাতে সরকার একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে। রাজশাহীতে নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। শুধু এখানেই ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেণী ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.