রাজশাহী রেঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেমের বাস্তবায়ন শুরু

প্রেস বিজ্ঞপ্তি: আজ সোমবার (০৮ ফেব্রুয়ারী) দুপুর ০১:০০ টায় নাটোর জেলার স্বাধীনতা চত্বরে ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেমের বাস্তবায়নের শুভ সূচনা করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ। এর মাধ্যমে রাজশাহী রেঞ্জের ৮টি জেলায়ই ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেমের যাত্রা শুরু হলো।
এসময় ডিআইজি মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে রাজশাহী রেঞ্জের প্রতিটি জেলায় ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।
ইউক্যাশ এ্যাপ ব্যবহার করে চালকরা নিজেরাই জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন অথবা ইউক্যাশ এজেন্টের কাছে গিয়েও পরিশোধ করতে পারবেন। ট্রাফিক প্রসিকিউশন ফাইন ডিজিটালাইজড্ করার মাধ্যমে চালকের ভোগান্তি শূন্যের কোটায় নেমে আসবে বলে তিনি সুদৃঢ় প্রত্যাশা ব্যাক্ত করেন।
উল্লেখ্য, এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নাটোরসহ নাটোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক, বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ সুধীজন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.