সাধারণ মানুষদের হয়রানি কমিয়ে স্বচ্ছতা নিশ্চিতে নাটোরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন


নাটোর প্রতিনিধি: সাধারণ মানুষদের হয়রানি কমিয়ে স্বচ্ছতা নিশ্চিতে নাটোরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
পরে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এসময় তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় সাধারণ মানুষদের হয়রানী কমিয়ে আনতে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এতে করে আইন মানার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত হবে।
ইউসিবিএল ব্যাংকের যে কোন বুথ বা মোবাইলে শিউর ক্যাশের মাধ্যমে টাকা জমা দিয়ে স্পট থেকেই কাগজপত্র নিতে পারবেন সাধারণ মানুষরা। পরে ডিআইজি ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের সহ পুলিশ কর্মকর্তা ও চালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.