নোয়াখালীতে কোম্পানিগঞ্জে সিএনজি ও ট্রাক্টর সংঘর্ষে আহত-৭

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে সিএনজি ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে।
আজ সোমবার (০৮ ফেব্রুয়ারী) দুপুর ৩টার দিকে বসুরহাট-বাংলাবাজার সড়কের জলিল ড্রাইভারের বাড়ির দরজায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বসুরহাট থেকে বাংলাবাজারগামী সিএনজিটি জলিল ড্রাইভারের বাড়ির দরজা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘনা ঘটে।
এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উন্নত চিকিৎসার জন্যে জেলা শহরে প্রেরণ করেন এবং ১জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
আহতরা হলেন, রামপুরের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রিপাত (৩০), চরকাকড়া নতুন বাজারের জয়নাল আবেদিনের ছেলে নূর নবী (৩৫) , বামনীর দুলা মিয়ার ছেলে নুরুল আমিন (৬৫), তোফাজ্জল হোসেনের ছেলে রাহুল (৩৫) সহ অজ্ঞাত আরো ৩জন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি দূর্ঘটনার কথা নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.