রাজশাহীতে ৩০ বছর পর পুলিশের জালে পিতা হত্যাকারী সন্তান”

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চারঘাটে নিজ পিতাকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ আকছেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে তাকে গ্রেফতার করে চারঘাট থানা পুলিশ। গ্রেফতার মোঃ আকছেদ (৫৫) আলী চারঘাট থানার শলুয়া গ্রামের মৃত মহসিনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখায়ের আলম।
তিনি জানান, রাজশাহী জেলার চারঘাট থানার শলুয়া গ্রামের মৃত মহসিনের ছেলে মোঃ আকছেদ আলী।
তিনি নিজের পিতাকেই খুন করেছিলেন ১৯৯১ সালের ডিসেম্বরের শেষের দিকে। তার বিরুদ্ধে ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় একটা হত্যা মামলা হয়েছিল। দীর্ঘ তদন্ত এবং বিচার শেষে ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন।
সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন পিতৃঘাতক আকছেদ আলী। বার বার চেষ্টা করেও তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছিলো পুলিশ।
খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি আকছেন পলিয়ে ছিল দীর্ঘ ৩০ বছর।
অবশেষে রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসসু হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় চারঘাট থানার এএসআই মোঃ রাজু পিতৃঘাতক মোঃ আকছেদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। রোববার সকালে পিতৃঘাতক আকছেদ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.