‘ছাদবাগান’ স্থান পেলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

নিজস্ব প্রতিবেদক: নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে প্রদর্শিত হবে বিশ্বের ৪০ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে প্রতিযোগিতায় স্থান পেয়েছে রাজশাহীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছাদবাগান’
চলচ্চিত্রটির নির্মাণ ও পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ। এছাড়া চলচ্চিত্রটির প্রযোজনা করেন উদয় হাকিম।
নির্মাতা ও পরিচালক জীবন বলেন, চলচ্চিত্রটির সম্পূর্ণ শ্যুটিং সম্পন্ন হয়েছে রাজশাহীতে। এর অভিনয় শিল্পী ও কলাকুশলীরা সকলেই রাজশাহীর। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন রাসিক মেয়র। তাই এটি রাজশাহীর সিনেমা বলা যায় চলে।
প্রতিবেদককে তিনি বলেন, আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে ‘ছাদবাগান প্রদর্শিত হবে। পুরো বিশ^ থেকে মোট ৫২টি দেশ এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বাংলাদেশ থেকেও একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পাঠানো হয়েছিল। তার মধ্যে সবুজের নগরী রাজশাহীর এ ‘ছাদবাগান’ চলচ্চিত্রটি স্থান পেয়েছে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পাওয়া প্রসঙ্গে নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্থান পাওয়ায় একজন বাংলাদেশী হিসেবে আমি গর্ব অনুভব করছি। তাছাড়া রাজশাহী আমার ‘সেকেন্ড হোম’। আর তাই রাজশাহীবাসীর জন্যও এটি খুব গর্বের ও আনন্দের বিষয় বলে মন্তব্য করেন এ নির্মাতা।
চলচ্চিত্রটির প্রেক্ষাপট হিসেবে জানতে চাইলে তিনি বলেন, চলচ্চিত্রটি ভারতের গায়ক নচিকেতা চক্রবর্তীর ‘একদিন ঝড় থেমে যাবে’ গানটি থেকে অনুপ্রেরণা পেয়ে নির্মাণ করা হয়েছে। মূলত: আরিফ-চৈতী নামের এক দম্পতি রাজশাহীতে বসবাস করতেন। তারা নিঃসন্তান। তাদের কোনো সন্তান না থাকায় তারা রাজশাহীর ভাড়া বাসায় থাকা ছাড়ে গড়ে তোলেন ‘ছাদবাগান’। পরম ভালোবাসা ও স্নেহে সন্তানের মতো গাছগুলো গড়ে তোলেন তারা। কিন্তু করোনা মহামারি কাল হয়ে দাঁড়ায় তাদের জীবনে। করোনাকালে চাকরি হারিয়ে চার মাসের ভাড়া না দেওয়ায় বাড়ি ছেড়ে গ্রামে ফিরতে হয় তাদের। ছাড়তে হয় ভালোবাসা ও ¯েœহের সাথে গড়ে তোলা ‘ছাদবাগান’ টিও। নিজেদের অসহায়ত্ব ও করুণ আর্তনাদের চিত্র ফুটে উঠে স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্রটিতে।
চলচ্চিত্রটিতে ভারতের বিখ্যাত সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর গানটি রয়েছে, সেহেতু তাঁকে চলচ্চিত্রটির বিস্তারিত স্ক্রিপ বলা হয়েছে। তিনি পুরো গল্প শুনে অত্যন্ত আনন্দিত হয়েছেন। শ্যুটিং এর কাজ পুরোপুরিভাবে শেষ হওয়ার পর তাঁকে মুঠোফোনে বিষয়টি জানানো হলে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (৫ মার্চ) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র দপ্তরে চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। চলচ্চিত্রটির পোষ্টার উন্মোচন শেষে রাসিক মেয়র লিটন চলচ্চিত্রটির নির্মাতা, প্রযোজকসহ সকল কলাকুশলীর ভূয়সী প্রশংসা করেন। একই সাথে নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে চলচ্চিত্রটির সফলতার জন্য শুভকামনা করেন মেয়র।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.