ছেলের ওপর অভিমান করে পিতা-মাতা এক সাথে বিষ পান!

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ছেলের ওপর অভিমান করে পিতা-মাতা’র এক সাথে বিষ পান করার ঘটনা ঘটেছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন। বিষ পানে গুরুত্বর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মোঃ আলম শেখ (৬০) ও তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৫০)।
হাসপাতালে চিকিৎসাধীন বাবা আলম শেখ জানান,‘তার দুই মেয়ে এক ছেলে। একমাত্র সন্তান মোঃ সবুজ শেখ কে তার শেষ সম্বল সকল জমি-জমা লিখে দিয়েছিলেন। ছেলে তাকে কথা দিয়েছিলো সংসারের সকল দায়িত্ব এবং তার সকল ঋণ পরিশোধ করে দিবে। কিন্তু জমি লিখে নেওয়ার পর ছেলে তার কথা রাখেননি।
এ দিকে ঋণের কারনে পাওনাদারদের অপমান-অপদস্ত নিরবে সহ্য করতে হতো তাকে। তাছাড়াও ছেলে ও ছেলের বউ তাদের স্বামী-স্ত্রী দুজনের সাথেই খারাপ ব্যবহার করতো। একপর্যায়ে নিজেদের জীবনের ওপর অতিষ্ঠ্য হয়ে তারা স্বামী-স্ত্রী বিষ পান করেছেন।’
ছেলে সবুজ শেখের কাছে বাবা-মায়ের বিষ পানে আত্মহত্যার চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তার চাচাতো ভাই জুয়েল রানা বলেন,‘তার চাচা-চাচি দুজনেই সুস্থ্য হলে পারিবারিক ভাবে বসে এ বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হবে।’
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ স্নিগ্ধা আক্তার জানান,‘বিষ পান করে দুইজন স্বামী-স্ত্রী ভর্তি হয়েছেন। দুইজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অলম শেখের স্ত্রী নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.