রাজশাহীতে মাতৃভাষা দিবস শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত কোর্ট শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য অঞ্চলের মত রাজশাহীবাসী প্রস্তুত একুশের প্রথম প্রহরে দেশের বীর শহীদদের সম্মাননা জানানোর জন্য। রাজশাহী মহানগরীতে হাইলাইট হয় তিনটি শহীদ মিনার। একটি ভুবন মোহন পার্কে, একটি রাজশাহী কলেজে ও একটি রাজশাহী কোর্ট শহীদ মিনার।
রাজশাহী কোর্ট শহীদ মিনার গত তিন দিন যাবত প্রস্তুত করার জন্য দিন রাত পরিশ্রম করে,সব প্রস্তুতি সম্পন্ন।
শুরু এখন ক্ষণ গণনা। কোর্ট শহীদ মিনারের মুল বেদী সুন্দর করে রং করা হয়েছে। বিপরীত দিকে করা হয়েছে গণ্যমান্য তথা ভি,ভি, আই, পিদের বসার স্থান। পূর্ব দিকের রাস্তা কার্পেট বিছানো হয়েছে শহীদ মিনার পর্যন্ত।
সরকারের যত কর্তা ব্যক্তি আছে তাদের অধিকাংশ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর উদ্বোধন করেন।
বলা যায় রাজশাহী প্রস্তুত ভাষা শহীদ দের সম্মান জানানোর জন্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.