ইতিহাস গড়লেন ওসাকা

বিটিসি স্পোর্টস ডেস্ক: যার খেলা দেখে শৈশব কেটেছে, যার আদর্শে টেনিসে হাতে খড়ি, সেই সেরেনা উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠেন নাওমি ওসাকা।
এর আগে ২০১৯ সালে তিনি অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১৮ ও ২০২০ সালে জিতেছেন ইউএস ওপেন। গ্র্যান্ড স্লাম ফাইনালে শতভাগ জয়ের রেকর্ড অক্ষত রেখে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসাও নিশ্চিত করেছেন ওসাকা।
অন্যদিকে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে হারলেও এক লাফে নয় ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন ২৫ বছর বয়সী ব্র্যাডি। শৈশবে ফ্লোরিডার বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত পরস্পরের মুখোমুখি হলেও পেশাদার টেনিসে ওসাকার মতো দ্রুত পাদপ্রদীপের আলোয় আসতে পারেননি ব্র্যাডি।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনের আগে গ্র্যান্ড স্লাম মঞ্চে তার সেরা সাফল্য ছিল গত বছর ইউএস ওপেনের সেমিফাইনালে খেলা। সেখানেও ব্র্যাডির স্বপ্নযাত্রা থেমেছিল ওসাকার কাছে হেরে। #

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.