কলকাতায় “যত দূর বাংলা ভাষা”-র অনুষ্ঠানের সূচনা হল (ভিডিও)

কলকাতা প্রতিনিধি: ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার তাগিদে রফিক, সালাম, জব্বারের মত বহু তরুণের রক্তে ভেসেছিল বাংলাদেশের মাটি ৷ তাই ২১শে ফেব্রুয়ারির দিনটিকে আমরা ভাষা দিবস এবং শহীদ দিবস হিসাবে পালন করি প্রতি বছর ৷
ঠিক তেমনই প্রতি বছর “যুগ সাগ্নিক” এই দিবস পালন করে তিনদিন ধরে প্রতি বছর যার নাম “যত দূর বাংলা ভাষা” ৷ এই বছরের যুগ সাগ্নিকের সঙ্গে রয়েছে রক্ত করবি, আন্তর্জাতিক শিল্পী মৈত্রী সংগঠন, দূরে কোথাও, সাহিত্যাশ ও চুপ কথারা, আহ্নিক, জনস্বার্থ বার্তা, সাঁজ বাতি পত্রিকা, ফিশ্বভরা প্রাণ, খসড়া ৷
যুগ সাগ্নিকের কর্ণধার শ্রী প্রদীপ গুপ্ত মহাশয় অনুষ্ঠানের সূচনা করেন ৷ প্রদীপ মঙ্গল শঙ্খ কুলো এবং সঙ্গীতের মধ্যে দিয়ে নন্দন প্রদক্ষিণের মধ্যে দিয়ে তিনদিনের অনুষ্ঠানের সূচনা হয় ৷ আগামী দুদিন ২০ ও ২১ তারিখ চলবে বাংলা ভাষা নিয়ে নিরন্তর অনুষ্ঠান ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 
ভিডিও//ছবি সট:–বিটিসি নিউজ (বাংলাদেশ) এর (কলকাতা) ক্যামেরা পারসনসুবীর মন্ডল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.