রাজশাহীতে নাশকতা মামলার আসামী ও জামায়াত শিবিরের ১ সক্রিয় কর্মী আটক

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানার নাশকতা মামলার আসামী ও জামায়াত শিবিরের ১ সক্রিয় কর্মীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিম পাড়া মৃত আব্দুল করিমের ছেলে বেলাল হোসেন চৌধুরী জীবন (২৪)।
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও সকল প্রকার নাশকতা মূলক কর্মকান্ড এবং সরকার বিরোধী অপপ্রচার নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে অভিযান অব্যাহত রেখেছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় আজ ১৩ আগষ্ট ২০২১ রাত ৩ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিম পাড়া এলাকা হতে রাজপাড়া থানার নাশকতা মামলার আসামী ও জামায়াত শিবিরের সক্রিয় কর্মী বেলাল হোসেন চৌধুরী (২৪)কে আটক করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জামায়াত শিবিরের সক্রিয় কর্মী। আসন্ন ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সরকার বিরোধী অপপ্রচার ও নাশকতার উদ্দেশ্যে আসামীর বাড়িতে গোপন বৈঠক হয়েছে বলে গোপন সূত্রে জানা যায় এবং তাদের সংগঠন শহরের বিভিন্ন স্থানে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচী বানচালের উদ্দেশ্যে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করেছে বলেও জানায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.