রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালুর দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী কলেজের সামনে বিক্ষোভ মিছিল বের করে জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে একই স্থানে মানববন্ধন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবী করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসকল পরীক্ষা স্থগিত আছে সেই সকল পরীক্ষা আবিলম্বে শেষ করতে হবে।
শিক্ষার্থীরা জানান, এই সময়ে সকল কিছুই স্বাভাবিকভাবে চলছে শুধু অনার্স ও মাস্টার্সসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা নেওয়ার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও  জানান, এই সময়ে সকল কিছুই স্বাভাবিকভাবে চলছে শুধু শিক্ষার্থীদের পরীক্ষা ও ক্লাসসহ সকল কিছু আটকে থাকছে। এক দেশে দুই নীতি চলতে পারে না। শিক্ষার্থীদের বৈষম্যের শিকার হচ্ছে। স্বাস্থ্যবিধি মনে সকল পরীক্ষা অবিলম্বে শেষ করতে হবে। সেশনজটে আটকে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.