চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদক উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৃথক ২টি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। গতকাল বুধবার দিবাগত রাতে ও আজ বৃহস্পতিবার সকালে পৃথক দু’টি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকায় শিয়ালমারা বিওপির সুবেদার মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৭/১৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অপরদিকে, আজ বৃহস্পতিবার সকাল ৮টায় তেলকুপি বিওপি’র নায়েব সুবেদার মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।আটককৃত ফেন্সিডিলের সিজার মুল্য ১ লক্ষ ৭৮ হাজার ১০ টাকা।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি অভিযানের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন জানান, সীমান্তে সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.