আদমদীঘি কফি হাউজে জুয়ার আড্ডা : র‌্যাবের অভিযানে ৫ জুয়াড়ী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে তাসের মাধ্যমে জুয়ার আসর জমজমাট ভাবে চলছে। উপজেলা সদরে প্রশাসনের নাকের ডগায় সুইট লাইফ নামক কফি হাউজে জুয়া খেলার সময় গতকাল বুধবার রাতে র‌্যাব-১২ অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার ও তাদের নিকট থেকে নগদ টাকা তাস মোবাইল ফোনসহ সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সাইলো সড়কের পাশে গোপোতা, বড় আখিড়া, কুন্দগ্রাম, সালগ্রাম, পাইকপাড়া, চাঁপাপুর মাঠসহ বেশ কয়েকটি স্থানে তাসের মাধ্যমে জুয়া খেলার আসর জমজমাট ভাবে চলছিল।
গতকাল বুধবার আদমদীঘি সদরে থানা রোডে হাজি কমপ্লেক্স মার্কেটের ২য় তলায় অবস্থিত সুইট লাইফ কফি হাউজ নামক দোকানে প্রকাশ্যে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছিল।
গতকাল বুধবার রাত ৯টায় গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার স্বজল কুমার সরকারের নেতৃত্বে ওই কফি হাইজে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আদমদীঘির কুসুম্বী পূর্বপাড়ার নুর ইসলামের ছেলে রুহুল আমিন (২২), একই গ্রামের সোনারপাড়ার আব্দুল জলিলের ছেলে নাইম হোসেন (২৫), ডুমুরি গ্রামের আব্দুর রশিদের ছেলে রনি (২০), কাহালু উপজেলার নারহট্র গ্রামের রঞ্জু সরদারের ছেলে রাহাত বাবু (২৮) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কয়া ভবানীপুর (মন্ডলপাড়ার) আমানুল হকের ছেলে মমিনুল হক (২১)কে গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থেকে নগদ ১৭ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন সেট, ৮টি সীমকার্ড এবং ২সেট তাস উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.