রাজশাহীতে আখেরি মুনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো তাবলীগি ইজতেমার

 

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার আমবয়ান,জিকির,নামাজ,সর্বশেষ আখেরি মুনাজাতের মধ্যে দিয়ে তিনদিনব্যাপী আঞ্চলিক তাবলীগি ইজতেমা সমাপ্ত হয়েছে।

রাজশাহীতে অনুষ্ঠিত ইজতেমাটি আজ দুপুরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিন আখেরি মোনাজাত পরিচালনা করেন- রাজধানীর বসুন্ধরা মাদ্রাসার মহাতামিম (প্রধান) মুফতি আতাউর রহমান (দাঃবাঃ)।

ইজতেমায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশগ্রহণ করে।  এ ইজতেমায় বিভিন্ন জেলা-উপজেলা থেকে দুই শতাধিক জামাত অংশগ্রহণ করে।

 

 

রাজশাহী আঞ্চলিক ইজতেমা আয়োজক কমিটির সহকারী প্রধান মাওলানা সাইদুজ্জামান জানান, আলহামদুলিল্লাহ! সুন্দর পরিবেশে ইজতেমা সফল হয়েছে।মুসলমানেরা ইজতেমার বয়ানগুলো থেকে আমল করবে-সেটাই প্রত্যাশা।

গত বৃহস্পতিবার  রাজশাহী নগরীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়।

উল্লেখ্য, সর্বশেষ গত ২০১৬ সালে অক্টোবর মাসে এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজশাহী প্রতিনিধি মো: আমানুল্লাহ আমান।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.