রাজশাহীতে অটোরিকশার ডান পাশ বন্ধের নির্দেশ পুলিশের

আরএমপি প্রতিবেদক: রাজশাহীতে দুর্ঘটনা কমিয়ে আনতে অটোরিকশার ডানপাশ বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। নির্দেশনা মানতে আগামী বুধবার পর্যন্ত সময়ও বেঁধে দেওয়া হয়েছে। অটোরিকশায় যত্রতত্রভাবে যাত্রীদের ওঠানামা বন্ধে এ নির্দেশনা বলে জানা গেছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে নগরীতে সচেতনতামূলক কর্মকা- চালিয়ে আসছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলছে মাইকিং, লিফলেট বিতরণ। এরপরও পুলিশের এই নির্দেশ না মানলে অটোরিকশা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ।

আরএমপির মুখপাত্র ও ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ইতোমধ্যে নগরীর অটোরিকশা মালিকেরা ডানপাশ বন্ধ করতে শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে সবাই এটি না করলে ট্রাফিক আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইফতেখায়ের আলম বলেন, অটোরিকশার ডানপাশ দিয়ে যাত্রী ওঠানামা করতে গিয়ে সম্প্রতি বেশ কিছু দুর্ঘটনার ঘটেছে। তাই আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার অটোরিকশার ডানপাশ রড দিয়ে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে নগরীর ট্রাফিক ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে বলে মনে করেন তিনি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র  ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.