রংপুরে এনডিএফ এর ইফতার মাহফিলে বক্তারা চিকিৎসকদের রমজানের শিক্ষা নিয়ে জবাবদিহীতামূলক সেবা নিশ্চিত করতে হবে

রংপুর ব্যুরো:  ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ এর ট্রেজারার দেশ বরেণ্য শিশু বিশেষজ্ঞ ডা. মাহমুদ হোসেন বলেছেন, চিকিৎসকদের রমজানের শিক্ষা নিয়ে ত্বাকওয়ার মাধ্যমে জবাবদিহীতামূলক সেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের বছরে অন্তত: একবার পবিত্র কোরআন অর্থ ও ব্যাখ্যাসহ পড়তে হবে।

আজ রোববার সন্ধায় রংপুর রায়ান্স কমিউনিটি হলে এনডিএফ রংপুর জেলা কমিটি আয়োজিত রমজানের ত্বাকওয়া বিষয়ক আলোচনা সভা ও  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এনডিএফ এর  জেলা সভাপতি আজহার আলী শাহের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনডিএফ এর রংপুর বিভাগীয় সহ-সভাপতি ডা. মোহাম্মদ হোসেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ফরেনসিক বিষেশজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সামাদ। বক্তব্য রাখেন বিশিষ্ট প্লাস্টিক সার্জারিস্ট মারুফুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ হোসেন, এনডিএফ-র রংপুর জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিটুল, সহকারী সেক্রেটারী বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. আবু জাহিদ বসুনিয়া, ট্রেজারার ডা. শাখেরুল ইসলাম সবুজ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন বাইতুল আনোয়ার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওয়াদুদ।

ইফতার মাহফিলে বিপুল পরিমান রংপুর মেডিক্যাল কলেজসহ বেসরকারী মেডিক্যাল কলেজের শিক্ষক চিকিৎসক, শিক্ষার্থী, ইন্টার্নি চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.