যে শহরে রাশিয়া ‘সর্বশক্তি মোতায়েন করেছে’

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কে রাস্তায় রাস্তায় লড়াই চলছে বলে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন। শহরটিতে রুশ বাহিনী তাদের ‘সর্ব শক্তি মোতায়েন’ করেছে বলেও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক পোস্টে সেরহি হাইদাই বলেছেন, ইউক্রেনীয় বাহিনী গত ২৪ নয়টি আক্রমণ প্রতিহত করেছে। এ সময় তারা একটি ট্যাঙ্ক, একটি আর্টিলারি সিস্টেম এবং আটটি সাঁজোয়া যান ধ্বংস করেছে।
এছাড়া এয়ার ডিফেন্স ইউনিট একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি মনুষ্যবিহীন অ্যারিয়াল ভেহিকেল ভূপাতিত করেছে বলেও জানিয়েছেন তিনি।
ওই পোস্টে তিনি আরও বলেন, রুশ বাহিনী ‘সেভেরোদোনেৎস্কে সর্বশক্তি মোতায়েন করেছে’।
তিনি বলেন, শহরের মানবিক পরিস্থিতি ভয়াবহ। কারণ ‘শহরে খাদ্য ও ওষুধ সরবরাহ করা অসম্ভব’ হয়ে পড়েছে।
এদিকে, চলমান যুদ্ধকে রাশিয়া ‘দীর্ঘ মেয়াদি’ পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়া অধিকৃত অঞ্চলগুলোতে  স্তরযুক্ত তৈরি করে যুদ্ধকে দীর্ঘমেয়াদি পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন,অধিকৃত দক্ষিণ  অঞ্চলে প্রথম, পর্যায়ে খেরসন অগ্রসর হওয়ার পরিবর্তে, রাশিয়ান সেনাবাহিনী স্তরযুক্ত প্রতিরক্ষা তৈরি করছে।
এদিকে, রুশ বাহিনী সম্ভবত দুই সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণে নিতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.