যুদ্ধের জন্য দ্রব্যমূল্য বাড়লেও বিএনপি প্রচার করছে, আ.লীগের কারণে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাস এবং ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে অর্থনীতিতে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে তেল ও খাদ্যের দাম বেড়েছে। এই কারণে বাংলাদেশেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। জিনিসের দাম বাড়লো যুদ্ধের কারণে আর বিএনপি প্রচার করছে আওয়ামী লীগের জন্য বৃদ্ধি পেয়েছে। কেন বাড়লো সেটা খেয়াল নেই। মিথ্যাচার করে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে।’
শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরে সাটুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সফলভাবে নিয়ন্ত্রণ করতে সরকার সক্ষম হয়েছে। বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে ভ্যাকসিন প্রদান করছেন। তবে তখন বিএনপিকে কাছে পাওয়া যায়নি। তারা মিথ্যাচার ও বানোয়াট কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.