যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়ে ইউক্রেন সীমান্তে ‘রক্ত’ মজুদ করছে রাশিয়া!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়ে ইউক্রেন সীমান্তে রক্ত মজুদ করছে রাশিয়া। রক্তের সঙ্গে চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন জিনিসও নিয়ে আসছে তারা। যা যুদ্ধ শুরু করারই বড় ইঙ্গিত দিচ্ছে বলে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের তিনজন সামরিক কর্মকর্তা এ তথ্যটি জানান। 
তবে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালইয়ার এমন তথ্যকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন। তার দাবি, ইউক্রেনের  সেনা ও সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এমন তথ্য ছড়ানো হচ্ছে।
এ ব্যপারে হান্না মালইয়ার বলেন, এই তথ্যটি সঠিক নয়। এরকম তথ্য হলো মানসিক যুদ্ধের অংশ। এরকম তথ্যের উদ্দেশ্য হলো আমাদের সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ানো।
রয়টার্সের পক্ষ থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হয়। তবে তিনি কিছু জানাননি।
ইউক্রেন সীমান্তে ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে এক লাখেরও বেশি সৈন্য মোতায়েন করে রেখেছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে যেকোনো সময় ইউক্রেনে হামলা করবে তারা।
তবে রাশিয়ার পক্ষ থেকে বার বার বলা হচ্ছে ইউক্রেনে আক্রমণ করার কোনো ইচ্ছা তাদের নেই। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.