ফিলিস্তিন থেকে পালিয়ে গেল ইসরাইলের সেই দুর্ধর্ষ গুপ্তচর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গোপন তথ্য ফাঁসকারী সাবেক হামাস কমান্ডার আবু ওদা জেল থেকে পালিয়ে গেছেন। হামাসের সশস্ত্র শাখা ইজ আদ-দীন আল কাসেমের কমান্ডার ছিলেন আবু ওদা।
তিনি হামাসের তৈরি গোপন সুরঙ্গ পথের তথ্য ইসরাইলের কাছে জানিয়ে দিয়েছিলেন। এই সুরঙ্গগুলো ব্যবহার করে ইসরাইলে অপারেশন চালাত হামাস।
আবু ওদা সুরঙ্গগুলোর ম্যাপও ইসরাইলের হাতে তুলে দেন। এতে এগুলোর অবস্থান ফাঁস হয়ে যায়। এর ফলে ২০২১ সালে ইসরাইলের বিমানবাহিনী হামাসের সুরঙ্গগুলো লক্ষ্য করে খুব সহজেই বোমা হামলা করে।
তথ্য পাচারের আগে আবু ওদা বিদেশে পালিয়ে যান। এরপর ২০১৯ সালে গাজায় ফিরে আসেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। এতদিন জেলে বন্দি ছিলেন তিনি।
ইসরাইলের দুর্ধর্ষ এ গুপ্তচর জেল থেকে পালিয়ে যাওয়ার পর তার বাড়িতে অভিযান চালায় হামাসের পুলিশ সদস্যরা। তাছাড়া তার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতেও হানা দেয় পুলিশ। এই অভিযানে আবু ওদার পরিবারের কাছের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। (সূত্র: দ্য নিউ আরব)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.