মোংলায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

 বাগেরহাট প্রতিনিধি: উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ মেঘমালার কারণে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে যাচ্ছে। ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আজ বুধবার (০৩ আগস্ট) সর্তক সংকেতের প্রভাবে মোংলা বন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছেন ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
তিনি বলেন, মোংলা বন্দর এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ কারণেই উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মোংলার উপকূলে মেঘমালার সৃষ্টি হচ্ছে। এ মেঘমালার কারণে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে যাচ্ছে। এর প্রভাবে মোংলা এলাকায় বৃষ্টিপাত হবে এবং চলমান তাপদাহ কমে আসবে বলেও জানান তিনি। এদিকে, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হলেও মোংলায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। 
গত কয়েকদিন ধরে মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে এখানকার জনজীবন। গত ২৪ ঘন্টায়ও মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.