শির সঙ্গে ব্লিংকেনের বৈঠক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সফরের শেষদিন শুক্রবার তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এসময় চীনা নেতা বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিপক্ষ না হয়ে অংশীদার হওয়া উচিত।
শুক্রবার বেইজিংয়ের ক্যাভারনস গ্রেট হল অব দ্য পিপলে এ দুই নেতা বৈঠক করেন।
তিনি আরও বলেন, ‘একবার এই মৌলিক সমস্যার সমাধান হয়ে গেলে চীন-মার্কিন সম্পর্ক সত্যিকার অর্থে আরও ভালো হবে এবং এগিয়ে যাবে। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিপক্ষের পরিবর্তে অংশীদার হওয়া; একে অপরের ক্ষতি না করে একে অপরকে সফল হতে সাহায্য করা।’
বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিলে স্বাক্ষর করেছেন। বিলটি যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করা সম্পর্কিত। তবে যদি অ্যাপটির ফাদার কোম্পানি বাইটড্যান্স এটি বিক্রি না করে তবে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
ব্লিংকেন শিকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যোগাযোগ রেখা বজায় রাখতে এবং সম্পর্ক শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মধ্যে কোনো ভুল যোগাযোগ, ভুল ধারণা ও কোনো ভুল হিসাব থাকবে না।’
ব্লিঙ্কেন আরও বলেন, ‘আমি আশা করি, আমাদের রাষ্ট্রপতিরা যে বিষয়ে আমাদের সহযোগিতা করতে সম্মত হয়েছেন সেগুলোতে আমাদের অগ্রগতি হবে। তবে আমাদের মধ্যকার তফাতই আমাদের উদ্দেশ্যগুলো স্পষ্ট করবে। এছাড়াও একে অপরের বিষয়ে আমাদের অবস্থান কেমন তা স্পষ্ট হবে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.