মে দিবসে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

রাজশাহী ব্যুরো: মহান মে দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-আরইউজে মঙ্গলবার বিকেলে নগরীর সোনাদিঘি মোড়ে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা শ্রমিকদের মর্যাদা শুধু কর্মঘণ্টার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মানবিক মর্যাদা ও মানবাধিকার রক্ষায় সকলের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আবদুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহা: আবদুল আউয়াল। সভায় অতিথি ছিলেন বিএফইউজে’র নির্বাহী কমিটির সদস্য সাদিকুল ইসলাম স্বপন ও প্রধান আলোচক ছিলেন জাতীয় শ্রমিক-কৃষক ঐক্যজোট (স্কপ)-এর সাবেক কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আরইউজে’র নির্বাহী সদস্য মাইনুল ইসলাম, রুয়েট অফিসার সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব, নতুন প্রভাতের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম জয় প্রমুখ।

এতে বক্তারা বলেন, বর্তমানে দেশে নতুন করে সংবাদপত্র বন্ধ ও নিয়ন্ত্রণের জন্য কালাকানুন চাপিয়ে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন গণমাধ্যমের কয়েক হাজার কর্মী বেকারত্বে দুর্বিষহ জীবন-যাপন করছেন। সাংবাদিক নেতারা অবিলম্বে বন্ধ মিডিয়া খুলে দেয়াসহ সকল সাংবাদিক হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.