মুম্বাইয়ের শপিংমলে আগুন, উদ্ধার ৩৫০০ বাসিন্দা

(মুম্বাইয়ের শপিংমলে আগুন, উদ্ধার ৩৫০০ বাসিন্দা–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে একটি শপিংমলে আগুন লাগার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টা ৫৩ মিনিটের দিকে ‘সিটি সেন্টার’ মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। পুরো এলাকায় আতঙ্কে ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা।

এনডিভি খবরে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ২৪টি ফায়ার ট্রাক নিয়ে এখনো কাজ করে যাচ্ছেন আড়াইশ’ দমকল কর্মী। আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

ওই মার্কেটের আশপাশ থেকে সাড় ৩ হাজার বাসিন্দা নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুন লাগার পরপরই শপিং মল সংলগ্ন ৫৫ তলা ভবনের বাসিন্দাদেরও কাছাকাছি একটি মাঠে নেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত ২ দমকলকর্মী আহত হয়েছেন।

কীভাবে আগুন লাগলে তা এখনো জানতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ঘটনা তা জানতে তদন্তে নেমেছে প্রশাসন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.