‘মুজিব বর্ষ’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের নেয়া ৬৬দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্টী।

আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অস্থায়ী মুজিব মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. এরফান আলী।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিষ মমতাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, গ্রামীন ট্রাভেলস্ এর চেয়ারম্যান আলহাজ্ব মো. মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর হান্নান হান্নু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক সাজাহান আলী সাজা, আলহাজ্ব মো. মহসীন আলী, আলহাজ্ব আব্দুল আওয়াল, বাহরাম আলী, মো. শহিদুল ইসলাম, এম কোরাইশি মিলু, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আকন্দ, স্বস্তি স্কুলের প্রধান শিক্ষক মো. জহরুল ইসলাসহ চেম্বারের সদস্যগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগীত পরিবেশন করেন ঢাকার শিল্পী আলী আহমেদ ও উর্মি মীর, স্থানীয় শিল্পী বাবলু হক ও কনাসহ স্থানীয় শিল্পীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.