মহান মুক্তিযুদ্ধে গৌরবময় ও অসামান্য অবদান রাখার জন্য বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আরএমপি প্রতিবেদক: আজ মঙ্গলবার বেলা ১১.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে মহান মুক্তিযুদ্ধে গৌরবময় ও অসামান্য অবদান রাখার জন্য বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি‘র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ ওবাইদুল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী। এছাড়াও আরএমপি পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ২৭ জন পুলিশের বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনেকে মহান স্বাধীনতা যুদ্ধে সংগ্রামের প্রত্যক্ষ ঘটনাবলী স্মৃতিচারণ করেন।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, এদেশের স্বাধীনতার জন্য পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য ও চিরস্মরণীয়। মুক্তিযোদ্ধাদের চেতনায় এগিয়ে চলছে বাংলাদেশের উন্নয়নের যাত্রা। বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে (কালো রাত্রি) রাজারবাগ পুলিশ লাইন্সে পাকবাহিনীর আক্রমণের বিপক্ষে বাংলাদেশ পুলিশ প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#( প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.