ভারতের প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল ভারতের ১৫তম তথা প্রথম আদিবাসী সম্প্রদায়ের মহিলা রাস্ট্রপতি পদে নির্বাচিত হলেন মাননীয়া দ্রৌপদী মুর্মু।
তিনি তাঁর প্রতিদ্বন্দি বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা কে পিছনে ফেলে ৫৪০জন এম পি-র সমর্থনে জয়ী হন।
তৃতীয় রাউন্ড গণণার শেষে মোট ভোট মূল্যের ৫০শতাংশ টপকে মোট ৩লক্ষ ৭৮হাজার ভোট মূল্যে জয়ী হন।
তিনিই দেশের প্রথম আদিবাসী সম্প্রদায়ের মহিলা রাস্ট্রপতি নির্বাচিত হলেন।
ভোট গণণার শেষে পরাজিত প্রতিদ্বন্দি প্রার্থী যশবন্ত সিনহা নব- নির্বাচিত রাস্ট্রপতিকে অভিনন্দন জানান।
অভিনন্দন জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য মন্ত্রীবর্গ ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁকে অভিনন্দন জানান।
ওড়িশার গঞ্জাম জেলার আদিবাসী সম্প্রদায়রা আনন্দে মেতে ওঠেন তাঁদের ঘরের মেয়ে রাস্ট্রপতি নির্বাচিত হওয়ায়।তাঁরা নিজেরা প্রায় কুড়ি হাজারের বেশী লাড্ডু বিতরণ করে। আয়োজন করে আদিবাসীদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.