ভারতকে স্মিথের চ্যালেঞ্জ

বিটিসি স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ সিরিজে পেস আক্রমণ দিয়েই সাফল্য পেয়েছিলো ভারত। তবে আসন্ন সিরিজেও তেমন পরিকল্পনা কষলে বড় ভুলই করবে দলটি, চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ।

গেলো বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো চার ম্যাচ সিরিজ জয়ের স্বাদ নেয় ভারত। স্মিথ ও ডেভিড ওয়ার্নারহীন দলটির বিপক্ষে পেস বোলিং দিয়েই সফল হয় ভারত। জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মার ঝুলিতে যৌথভাবে জমা পড়ে ৫১ উইকেট।

তেমন কিছুর পুনরাবৃত্তি এবার হবে না, বললেন স্মিথ। অস্ট্রেলিয়া অধিনায়কের ভাষ্য, ‘গত সিরিজে ভালো খেললেও এবার ভারতীয় পেসারদের জন্যে কঠিন সময় অপেক্ষা করছে। আমরা তাদের রুখতে বিভিন্ন পরিকল্পনা সাজিয়েছি। সাফল্য পেতে তাই বুমরাহ-শামিদের বেশ কাঠখড় পোড়াতে হবে।’

খাটো লেন্থের বলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা বেশ দক্ষ হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৯-২০ সিরিজে এই কৌশলেই অজিদের ঘায়েল করেছিলো তাসমান-প্রতিবেশীরা।

স্মিথ তাই সতর্ক এ দিকটায়। বললেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিজের মতো করে খেলতে চাই আমি। খাটো লেন্থের বল অনেকেই করেছে আমার বিপক্ষে, তবে কেউ নিল ওয়াগনারের মতো সফল হয়নি। সে মাথা ও পাঁজর বরাবর বল করে। তেমন কিছু এ সিরিজেও হলে মুশকিল।’

অস্ট্রেলিয়ায় বড় সময় কাটাতে হবে ভারতকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৭ ডিসেম্বর দিবা-রাত্রির টেস্ট দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দ্বিতীয়বার লড়বে দুই দল। ৭ ও ১৫ জানুয়ারি শুরু হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.