ইস্কিটিমকা নদীর পানি হঠাৎ লাল হয়ে গেলো

(ইস্কিটিমকা নদীর পানি হঠাৎ লাল হয়ে গেলো–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির মধ্যেই আরেকটি ঘটনায় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। আর সেটা হচ্ছে হঠাৎ করেই নদীর পানি গাঢ় লাল হয়ে যাওয়া।

ঘটনাটি রাশিয়ার। দেশটির ইস্কিটিমকা নদীর পানি লাল রঙে পরিণত হয়েছে। যা নিয়ে ওই অঞ্চলের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

পরিবেশ বিজ্ঞানীরা দাবী করছেন, কোনো প্রাকৃতিক কারণে নয়, ইস্কিটিমকা নদীর পানি প্রবল দূষণের কারণে লাল হয়েছে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, ইস্কিটিমকা নদীটি রাশিয়ার বেশ কয়েকটি নদীগুলির মধ্যে অন্যতম। যার পানি রহস্যময় লালে পরিণত হয়েছে। নদীর পানির হঠাৎ এমন রঙ পরিবর্তন বেশ চিন্তায় ফেলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইস্কিটিমকা নদীর এই পানির ভিডিও ভাইরাল হয়। আর তারপরই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেন রুশ সরকার। নদীর এমন রঙ পরিবর্তন হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.