বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

খুলনা ব্যুরো: বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। সাংবাদিক আনোয়ার আহমেদ খুলনার প্রথম দৈনিক পত্রিকা অধুনালুপ্ত দৈনিক জনবার্তায় প্রায় ৩০ বছর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি দৈনিক অনির্বাণ, দৈনিক কালান্তর ও দৈনিক জন্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পরিবেশসহ বিভিন্ন বইয়ের লেখক ছিলেন এবং বাংলাদেশ বেতারের একজন নিয়মিত স্ক্রিপ্ট রাইটার ছিলেন।
সাহিত্য ও কবিতায় তার দখল ছিল অনুকরণীয়। তিনি সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় আশ্রয় ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানের পট গানের রচয়িতা ছিলেন। পট গান নিয়ে তার একাধিক বই প্রকাশ করা হয়েছে।
সংবাদপত্রে নতুন শব্দ ভান্ডার যুক্ত এবং হেডিংয়ে তিনি ছিলেন অতুলনীয়। তিনি অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও মৃত্যুর আগ পর্যন্ত তিনি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি ছিলেন। ২০১৭ সালের ৪ জুলাই তিনি নিজ বাসভবনে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ১১ জুলাই মারা যান।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, বসুপাড়ায় মরহুমের কবর জিয়ারত ও দোয়া করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.