বিকেলে নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা

বিটিসি স্পোর্টস ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বিকেলে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল সোয়া ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে রওনা দেবে টাইগাররা। এর আগে দুপুর ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করবেন ২০ ক্রিকেটার।

নিজ নিজ বাসা থেকে সরাসরি বিমানবন্দরে যাবেন তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ। আর বিসিবি একাডেমি থেকে ইতোমধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছেন ১০ ক্রিকেটার। এখন থেকে সার্বিক তত্ত্বাবধানে বিদেশ সফরে দলের সঙ্গে যাবেন বোর্ডের একজন পরিচালকও। নিউজিল্যান্ড সফরে টাইগারদের সঙ্গী হচ্ছেন জালাল ইউনুস।

২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে দু’দলের সিরিজ। আর হ্যামিল্টনে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ। এই সফর শেষে দেশে ফিরে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ঐ টেস্ট সিরিজে না খেলে, আইপিএল খেলতে যাবেন সাকিব আল হাসান।

তবে, আইপিএলে ডাক পেলেও জাতীয় দলের খেলাকেই প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন মোস্তাফিজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.