’বিএসটিআই’ এর উদ্যোগে রাজশাহীসহ নাটোর এবং সিরাজগঞ্জ জেলায় সার্ভিল্যান্স টীমের অভিযান

বিএসটিআই প্রতিবেদকবাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী এর উদ্যোগে অদ্য ০৮-০৭-২০১৯ খ্রিঃ তারিখে রাজশাহী মহানগরী, নাটোর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার পৃথক তিনটি সার্ভিল্যান্স টীমের অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনকালে সর্বমোট ১৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ক্রঃ নং প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা পণ্য জরিমানা/অপরাধ: 

১. মেসার্স নাবিল কনজুমার প্রোডাঃ,

১৫/২, আহমেদনগর, সপুরা, রাজশাহী। আটার বস্তা (নাবিল)
চাউলের বস্তা (নাবিল) উৎপাদন, মেয়াদ উত্তীণের তারিখ লেখা নেই। (মামলা)

২. মেসার্স ফুড কর্ণার প্রোডাঃ,

১২/১৩, উপশহর নিউ মার্কেট,বোয়ালিয়া, রাজশাহী।

কেক/দই উৎপাদন, মেয়াদ উত্তীণের ও ওজন লেখা নেই। (মামলা)

৩. মেসার্স দাস মিষ্টান্ন ভান্ডার,

ওহাব মার্কেট, নওদাপাড়া বাজার, রাজশাহী।

দই উৎপাদন, মেয়াদ উত্তীণের ও ওজন লেখা নেই। (মামলা)

৪. মেসার্স খাদিজা জুয়েলার্স,

নওদাপাড়া বাজার, রাজশাহী।

ডিজিটাল ব্যালেন্স ডিজিটাল ব্যালেন্সে ভরি হিসেবে ক্রয়-বিক্রয় করেন ও অর্ডার বুকে ভরি হিসেবে ক্রয়-বিক্রয় করেন। (মামলা)

৫. মেসার্স আরএফ ড্রিংকিং ওয়াটার,

উল্লাপাড়া, আরএস, সিরাজগঞ্জ।

ড্রিংকিং ওয়াটার সিএম লাইসেন্স নেই। (মামলা)

৬. মেসার্স নিউ নাইট এ্যাঙ্গেল হোটেল,

হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।

দই সিএম লাইসেন্স নেই। (মামলা)

৭. মেসার্স নিউ রুপালি হোটেল এন্ড রেস্টুরেন্ট,

হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।

দই মোড়কে ওজন ও মূল্য লেখা নেই। (মামলা)

৮. মেসার্স এশিয়া দই ঘর,

হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।

মিষ্টি ও দই ওজনে কম এবং মোড়কে ওজন ও মূল্য লেখা নেই। (মামলা)

জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক (মোঃ খাইরুল ইসলাম) উপপরিচালক (মেট্রোলজি) বিভাগীয় অফিস প্রধান #

Comments are closed, but trackbacks and pingbacks are open.