বিএনপি নেতা লিয়াকতকে নিয়ে আইনশৃংঙ্খলা বাহিনীর লুকোচুড়ি

 

চট্টগ্রাম ব্যুরো: গতকাল মঙ্গলবার চট্রগামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা লিয়াকত আলীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি টিম।

গতকাল ৩০ অক্টোবর দিবাগত রাতে লালদীঘি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশের একাধিক সূত্র।

তবে বিটিসি নিউজের কাছে লিয়াকতকে আটকের ব্যাপারে এখনও কিছুই জানেন না বলে দাবি করেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার সকালে মো. কামরুজ্জামানের সঙ্গে দুই দফায় যোগাযোগ করা হলেও লিয়াকত আলীকে আটকের বিষয়টি অস্বীকার করেন তিনি।

পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  লিয়াকতকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেনা বেগম বলেন, গতকাল রাতে লালদীঘি এলাকা থেকে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লিয়াকত আলীকে কোন মামলা বা কোন অভিযোগে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে তার বিরুদ্ধে বাঁশখালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.