বাড়ি-বাড়ি গিয়ে সহযোগিতা করছেন উপজেলা চেয়ারম্যান 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় করোনা ভাইরাস দূর্যোগে বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহযোগীতা করলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
গতকাল বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের বাড়ী-বাড়ী গিয়ে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেন। এ সময় তার সাথে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, সরকারের বিশেষ বরাদ্দ ও নিজ অর্থ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নিম্ন আয়ের কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছি।
তিনি আরও বলেন, মহামারী করোনা ভাইরাস দূর্যোগে বেলকুচি উপজেলাকে লকডাউন করা হয়েছে এতে নিম্ন আয়ের দিন মজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ জন্য সরকারের বিশেষ বরাদ্দের পাশাপাশি নিজ অর্থায়নে নিম্ন আয়ের মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.