বাগেরহাটে সামাজিক দুরত্ব না মানায় ৬৫ জনকে জরিমানা


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় ৬৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের কাছ থেকে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গেল ২৪ ঘন্টায় জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এর আগে চার দিনে জেলায় ৩০২ জনের কাছ থেকে ২ লক্ষ ১৬ হাজার একশ চল্লিশ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এই নিয়ে সামাজিক দূরত্ব না মানায় জেলায় ৩৬৭ জনকে ২ লক্ষ ৬৭ হাজার একশ চল্লিশ টাকা জরিমানা করল ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (১৪ এপিল) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দুরত্ব না মানার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ জনকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ি প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.