চিতলমারী কৃষক লীগ নেতার ৫০১ দরিদ্র পরিবারকে খাদ্য সরবরাহ


বাগেরহাট প্রতিনিধি: করোনা ভাইরাসে বাগেরহাটের চিতলমারী উপজেলায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে খাদ্য দিতে এগিয়ে আসছেন অনেকেই। তাদের একজন চরশৈলদাহ গ্রামের নাজমুল হক টিপু। তিনি আজ মঙ্গলবার সমাজের দলিত শ্রেণী, ভূমিহীন ও দরিদ্র ৫০১ পরিবারকে খাদ্য সরবরাহের আয়োজন করেন।

উপজেলার হিজলা ইউনিয়নের চরশৈলদাহ গ্রামে মঙ্গলবার দুপুর ওই খাদ্য বিতরণ শুরু করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী প্রমূখ। তিনি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের চিতলমারী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক।

তিনি প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবন ও একটি কেয়া সাবান প্রদান করেছেন। কেন ব্যক্তিগতভাবে খাবার দিচ্ছেন?এই প্রশ্নের উত্তরে নাজমুল হক টিপু বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘করোনা আসার পর চোখের সামনে আমার পোল্ট্রি ফার্মের হাজার হাজার মুরগি সপ্তাহ খানেক আগে মরে ব্যাপক ক্ষতি হয়েছে। এখন প্রতিবেশি পরিবারগুলো কাজে যেতে পারছে না। তিনবেলা খাবার পাচ্ছে না। প্রতিবেশিরা অভুক্ত থাকলে আমার পরিবার নিয়ে কিভাবে খাবার খাবো! তাই সাধ্যমতো চেষ্টা করছি প্রতিবেশিদের খাবার দিতে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.