বাগেরহাটে নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ


বাগেরহাট প্রতিনিধি: চাল, ডাল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাগেরহাটের রামপালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
শনিবার দুপুরে রামপাল উপজেলার ফয়লাহাটে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, চাল, ডিজেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে ।এই সরকার বাজারের নিয়ন্ত্রণ হারিয়েছে। যে কারণে খেটে খাওয়া, দিন আনা দিন খাওয়া মানুষ আজ অসহায় জীবন যাপন করছে। দলকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলনের জন্যে প্রস্তুত হওয়া আহবান জানান।
রামপাল উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ আ আজিজ বাবু, ফকির শাহাদাৎ হোসেন, শেখ আব্দুল্লাহ আজমি, সরদার মাহাফুজুল হক, তালুকদার বদিউজ্জামান মিনা, মুজিবুর হাওলাদার বাবুল।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী মিছিল নিয়ে এসে বিক্ষোভ সমাবেশে যোদ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.