বেলকুচি উপজেলা চত্বর পরিদর্শন করেন ঢাকা ব্যাংক প্রতিষ্ঠাতা -আ. হাই সরকার 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যবর্ধন পরিদর্শন করেন বিশিষ্ট শিল্পপতি ও ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা আব্দুল হাই সরকার।
আজ শনিবার (০৫ মার্চ) সকালে তিনি বেলকুচি উপজেলা পরিষদ চত্বর পরিদর্শন করেন।
বেলকুচি উপজেলা নির্বাহি অফিসার আনিসুর রহমানের তত্ত্বাবধায়নে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি স্তম্ভ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মিনার, উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফুলের সৌন্দর্যবর্ধন, উপজেলা পরিষদ চত্বরে আগত দর্শনার্থীদের বসার স্থাপনাসহ বেলকুচি উপজেলা পরিষদ চত্বরের নির্মিত বিভিন্ন সৌন্দর্যের মনমুগ্ধকর স্থানগুলোসহ, উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন পরিদর্শণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সোহাগপুর মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভুঁইয়া প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.