বাগমারায় কৃষক মাঠ দিবস কর্মশালা অনুষ্ঠিত


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত চাষী পর্যায়ে উন্নতমানের তেল, ডাল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের নিয়ে এক কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে বীজ শোধন ও চারা উৎপাদন, বীজ বপনের সময়, বীজ বাছাই, চারারোপন পদ্ধতি, অন্তরবর্তীকালীন পরিচর্যা, পোকামাকড় থেকে ফসল রক্ষা, রোগবালাই ব্যবস্থাপনাসহ বিভিন্ন দিক নির্দেশনা বিষক আলেচনা ও পদ্ধতি কৃষকদের সরাসরি জ্ঞান দান করা হয়।
আজ রোববার বিকালে বাসুপাড়া ইউনিয়নের বালানগর উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা কৃষি কর্মকর্তা আঃ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী জেলা সহকারী আঞ্চলিক কৃষি প্রশিক্ষণ কর্মকতা কৃষিবদি সাইদুর রহমান, উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শফিকুল ইসলাম, বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, কৃষক ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহাগ ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.