নাটোরে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত


নাটোর প্রতিনিধি: নাটোরে রোববার পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে পাঁচটায় নাটোরের উত্তরা গণ ভবনে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেব বর্ম।
বিশেষ অতিথি হিসেবে মিলন মেলায় অংশ নেন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী রাম প্রসাদ পাল, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি, পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার প্রধান সমন্বয়ক ফ্রেন্ডস অফ বাংলাদেশ কোঅর্ডিনেটিং চ্যাপ্টার এ এস এম সামছুল আরেফিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সাংস্কৃতিক মিলনমেলায় অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর বাংলাদেশ-ভারত মৈত্রীর উপরে নির্মিত অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন, ভারতীয় শিল্পীদের পরিবেশনায় গীতিআলেখ্য, বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের শিল্পীদের গম্ভীরা, নাটোরের নৃত্য, গান ও বনলতা সেন কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংঙ্গীত শিল্পী অনিমা রায়ের সঙ্গীত পরিবেশন ও কোলাজ নৃত্য এবং লেজার লাইট শো’ অনুষ্ঠিত হয়।
ভারত ও বাংলাদেশের শিল্পিদের অংশগ্রহনে যৌথ সাংস্কৃতিক সন্ধ্যায় ভারতীয় শিল্পিদের মধ্যে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, নবনীতা রায় চৌধুরী, মৌ রায় চৌধুরী ও অভিনেতা শাহেদ চট্রপ্যাধায় প্রমুখ।
এর আগে রোববার দুপুর দুইটায় ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র চ্যান্সেলর এবং ফ্রেন্ডস্ অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট সত্যম রায় চৌধুরীর নেতৃত্বে ৪০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল নাটোরে পৌঁছে। শুরুতেই প্রতিনিধিদল নাটোরের রাণীভবানী রাজবাড়িতে আসেন এবং শ্যাম সুন্দর মন্দিরে পূজা অর্চণায় অংশগ্রহন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.